Thursday, 28 July 2016

৭ম শ্রেণির পড়াশোনা: বাংলা ১ম পত্র বাংলা ১ম পত্র

বহুনির্বাচনি প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো। thumbnail 1 summary
বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।



আনন্দ
১। ‘আনন্দ’ কবিতাটি কে লিখেছেন?
ক. সুকুমার রায় খ. কামিনী রায়
গ. কালিদাস রায় ঘ. সুনির্মল বসু
২। কবি আনন্দ খুঁজে পেয়েছেন কোথায়?
ক. মুক্ত প্রাণে খ. মুক্ত মনে
গ. কিশোর প্রাণে ঘ. শিশুর প্রাণে
৩। প্রকৃতি ছাড়াও কোথায় আনন্দের নানা উপকরণ রয়েছে?
ক. মরণে খ. মহাকাশে
গ. জীবনে ঘ. ভিনগ্রহে
৪। ‘আনন্দ’ কবিতায় সূর্যের আলো থেকে আনন্দ পাওয়ার ভাবটি ফুটে উঠেছে কোন পঙিক্তটির মাধ্যমে?
ক. যে আনন্দ তারায় তারায়
খ. যে আনন্দ আলোর মতো
গ. যে আনন্দ অরুণ আলোয়
ঘ. যে আনন্দ ফুলের বাসে
৫। অপরিসীম আনন্দের উত্স কোথায়?
ক. জীবন ও পরিবেশে
খ. জীবন ও প্রকৃতিতে
গ. মৃত্তিকা ও প্রকৃতিতে
ঘ. পরিবেশ ও প্রকৃতিতে
৬। রক্তধারায় কিসের আনন্দ প্রবহমান?
ক. আলোর খ. গতির
গ. পরিতৃপ্তির ঘ. সৌন্দর্যের
৭। আনন্দ কবিতায় কবির প্রার্থনা কী?
ক. পাখির কিচিরমিচির
খ. শিশুর হাসি
গ. আনন্দময় জীবন
ঘ. ফুলের সৌরভ
৮। ‘আনন্দ’ কবিতায় ‘আনন্দ’ শব্দটি কতবার ব্যবহূত হয়েছে?
ক. ১১ বার খ. ১২ বার গ. ১৩ বার ঘ. ১৪ বার
৯। পৃথিবীর ঘাসে ঘাসে কিসের বিস্তার লক্ষ করা যায়?
ক. জীবন খ. আনন্দ গ. রং ঘ. সুখ
১০। মানুষ আনন্দ পায় কিসে?
ক. বেদনার অনুভবে
খ. সুখ ও পরিতৃপ্তিতে
গ. বিচিত্র অনুভূতিতে
ঘ. সুখ ও বেদনায়
১১। কবি শিশুর মধ্যে যে আনন্দ দেখেছেন, তার উত্স কী?
ক. পিতা-মাতার সাহচর্য
খ. নির্মল প্রাকৃতিক পরিবেশ
গ. উন্নত স্বাস্থ্য
ঘ. অধিক মেধা
১২। শিশুর প্রাণে কীভাবে আনন্দ বিরাজ করে?
ক. সজীবতায় খ. প্রাণোচ্ছলতায়
গ. উন্মুক্ততায় ঘ. পরিপূর্ণতায়
১৩। রক্তধারার মধ্যে কী আছে?
ক. মৃত্যু খ. আনন্দ
গ. মুক্তি ঘ. স্বাধীনতা
১৪। ‘আনন্দ’ কবিতায় কবি মূলভাবটি ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টি প্রয়োগের মাধ্যমে?
ক. প্রকৃতির উপকরণ খ. ধূলিকণা
গ. ফুলের সৌরভ ঘ. অরুণ আলো
১৫। ‘আনন্দ’ কবিতায় কবি কীরূপ জীবন কামনা করেছেন?
ক. নিরাপদ খ. সাফল্যমণ্ডিত
গ. আনন্দময় ঘ. স্মৃতিময়
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
আনন্দ
১. ক ২. ঘ ৩. গ ৪. গ ৫. খ ৬. গ ৭. গ ৮. খ ৯. খ ১০. খ ১১. খ ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. গ

No comments

Post a Comment