Thursday, 28 July 2016

২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি বাংলা ২য় পত্র

বহুনির্বাচনি প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো। thumbnail 1 summary
বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।


বাক্য
১৫। জটিল বাক্যের অন্য নাম—
ক. মিশ্র বাক্য খ. সরল বাক্য
গ. যৌগিক বাক্য ঘ. প্রধান খণ্ডবাক্য
১৬। যিনি পরের উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করে—এটি কোন ধরনের বাক্য?
ক. যৌগিক বাক্য খ. মিশ্র বাক্য
গ. সরল বাক্য ঘ. বাহুল্যদুষ্ট বাক্য
১৭। পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে কী বলে?
ক. সরল বাক্য খ. মিশ্র বাক্য
গ. যৌগিক বাক্য ঘ. প্রধান খণ্ডবাক্য
১৮। ‘হাতিগুলো আকাশে উড়ছে’—বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?
ক. আসত্তি খ. আকাঙ্ক্ষা
গ. যোগ্যতা ঘ. গঠন
১৯। একটিমাত্র কর্তা ও একটিমাত্র সমাপিকা ক্রিয়ার দ্বারা গঠিত বাক্যকে কী বলে?
ক. সরল বাক্য খ. জটিল বাক্য
গ. মিশ্র বাক্য ঘ. যৌগিক বাক্য
২০। যে অধীন খণ্ডবাক্য ক্রিয়াপদের স্থান, কাল ও কারণ নির্দেশক অর্থে ব্যবহূত হয়, তাকে কী বলে?
ক. ক্রিয়া বিশেষণস্থানীয় অধীন খণ্ডবাক্য
খ. বিশেষণস্থানীয় অধীন খণ্ডবাক্য
গ. বিশেষ্যস্থানীয় অধীন খণ্ডবাক্য
ঘ. ক্রিয়া বিশেষ্যস্থানীয় অধীন খণ্ডবাক্য
২১। নিচের কোনটি সার্থক বাক্য নয়?
ক. আমি বাড়ি খাব খ. আমি ভাত খাব
গ. আমি বই পড়ব ঘ. আমি ছবি দেখব
২২। অনুজ্ঞায় কে প্রায়ই উহ্য থাকে?
ক. কর্ম খ. ক্রিয়া গ. কর্তা ঘ. বিশেষণ
২৩। ‘ছাত্ররা পড়ছে’—এই বাক্যের বিধেয় অংশ কোনটি?
ক. ছাত্ররা খ. ছাত্ররা পড়ছে
গ. পড়ছে ঘ. সব কটি
২৪। ‘পানিতে বাঘ থাকে’—বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?
ক. আসত্তির খ. গঠনের
গ. যোগ্যতার ঘ. আকাঙ্ক্ষার
২৫। একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
২৬। ‘চন্দ্র পৃথিবীর চারদিকে’—এখানে কোন গুণের অভাব রয়েছে?
ক. গঠনগত খ. আকাঙ্ক্ষা
গ. আসত্তি ঘ. যোগ্যতা
২৭। ‘সমাপিকা ক্রিয়া অনেক সময় উহ্য থাকে’—এই নিয়মের অন্তর্ভুক্ত বাক্য কোনটি?
ক. করিম ভালো ছেলে খ. সে জোরে হাঁটে
গ. তিল থেকে তেল হয় ঘ. হেনা, এখানে এসো
২৮। উদ্দেশ্যের সম্প্রসারণে উদ্দেশ্য পদের আগে কী পদ বসে?
ক. বিশেষ্য খ. বিশেষণ গ. সর্বনাম ঘ. অব্যয়
২৯। ‘বাক্যের মৌলিক উপাদান কোনটি?
ক. ধ্বনি খ. অক্ষর গ. শব্দ ঘ. পদ
৩০। বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
ক. আকাঙ্ক্ষা খ. আসত্তি
গ. যোগ্যতা ঘ. সরলতা
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র
বাক্য
১৫. ক ১৬. খ ১৭. গ ১৮. গ ১৯. ক ২০. ক ২১. ক ২২. গ ২৩. গ ২৪. গ ২৫. ক ২৬. ক ২৭. ক ২৮. ক ২৯. গ ৩০. খ

No comments

Post a Comment