Tuesday, 21 June 2016

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা সমাজকর্ম ১ম পত্র

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থী, আজ সমাজকর্ম ১ম পত্র থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো। অধ্যায়-১ ... thumbnail 1 summary
* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজকর্ম ১ম পত্র থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-১

১০. সমাজকর্মকে বলা হয়—
i. কলা ii. পেশা iii. বিজ্ঞান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. সমাজকর্মে ত্রিবিধ ভূমিকা বলতে বোঝায়—
ক. প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক
খ. পরিচর্যা, প্রতিকার ও বস্তুগত সহায়তামূলক
গ. পরামর্শ, পরিচর্যা ও উন্নয়নমূলক
ঘ. পরিবর্তন, পরামর্শ ও অবস্তুগত সহায়তামূলক
১২. সমাজকর্মীর কার্যক্রমের মাধ্যমে প্রতিফলিত হয়—
ক. বুদ্ধিমত্তা খ. পেশাগত দক্ষতা
গ. আচরণ ঘ. জ্ঞান
১৩. সমাজকর্মের উদ্ভব ঘটেছে—
i. সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে
ii. মানুষকে তার সামাজিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য স্থাপনের লক্ষ্যে
iii. মানুষের বহুমুখী চাহিদা পূরণের লক্ষ্যে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. সমাজকর্ম-এর ইংরেজি হলো—
ক. Social science খ. Sociology
গ. Social work ঘ. Social welfare
১৫. সমাজকর্ম কীভাবে সেবা প্রদান করে?
ক. উত্সাহের মাধ্যমে
খ সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে
গ. অর্থের মাধ্যমে ঘ. মনগড়া
১৬. সমাজকর্ম হলো এমন এক সেবাব্যবস্থা যা—
i. ব্যক্তিকেন্দ্রিক
ii. দলকেন্দ্রিক
iii. সমাজকেন্দ্রিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
* বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সমাজকর্ম ১ম পত্র
অধ্যায়-১
১০. ঘ ১১. ক ১২. গ ১৩. ক ১৪. খ ১৫. গ ১৬. ঘ

No comments

Post a Comment