বিদেশে উচ্চশিক্ষার জন্য কিংবা ইমিগ্রেশনের জন্য আপনাকে IELTS করতে হয়।
IELTS এর সর্বোচ্চ ব্যান্ড (স্কোর ) হলো 9 । ইংরেজি ভাষার চারটি দিক অর্থাৎ
Reading, Writing, Listening ও Speaking-এই চারটি দিকেই আপনার দক্ষতা কেমন
তা দেখা হয় এবং এই চারটি দিকেই সর্বোচ্চ স্কোর থাকে 9। তারপর গড় করে
আপনার ফল প্রকাশ করা হয়। কারো জন্য 6 দরকার হয়, কারো 6.5, কারো 7 আবার
কারো 7.5 ও দরকার হয়।
দেশে অনেক প্রতিষ্ঠান আছে যেখানে IELTS এর প্রিপারেশন করানো হয়। কিন্তু আজ আশরাফ হোসেনের কাছে এক নতুন ধরণের IELTS প্রিপারেশনের কথা শুনবো। আশরাফ হোসেন IELTS এ 7 স্কোর করেছেন। এখন অস্ট্রেলিয়াতে মাস্টার্স করছেন।
তাঁর কাছে আমাদের প্রথম প্রশ্ন ছিল, তিনি কি প্রথমবারেই IELTS-এ 7 পেয়েছেন।
তিনি বলেন, “হ্যাঁ, আমি একবারই পরীক্ষা দিয়েছি।”
নিজে নিজেই প্রস্তুতি নিয়েছিলেন ?
“না। প্রথমবার এক প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলাম। নাম বলছি না। কিন্তু কয়েকটা ক্লাস করে দেখলাম, IELTS পরীক্ষার প্রকৃত সিলেবাস অনুযায়ী ক্লাস হচ্ছে না। ছাত্ররা যতোটুকু বুঝতে পারে, সেই অনুযায়ী ক্লাস হচ্ছে। কিন্তু তা IELTS পরীক্ষার প্রকৃত সিলেবাস না।”
আপনি কিভাবে বুঝলেন ওটা IELTS পরীক্ষার প্রকৃত সিলেবাস না?
“বাজারে কেমব্রিজ সিরিজের বই পাওয়া যায়। যেমন Cambridge IELTS 4, Cambridge IELTS 5 ইত্যাদি। ওগুলোই IELTS এর প্রকৃত সিলেবাস। ওগুলো নিজে নিজে বুঝতাম না বলেই কোচিং করছিলাম। কিন্তু যখন দেখলাম ওগুলো করাচ্ছে না তখন বাদ দিলাম।
এর পর কী করলেন ?
আমার এক বন্ধু আমাকে ইংলিশ টুডের ফেইসবুক স্টুডেন্ট গ্রুপে অ্যাড করে। ইংলিশ টুডের প্রতিষ্ঠাতা কবির স্যার সেখানে পোস্ট দেন। কয়েকটা পোস্ট পড়ে ভালো লাগে। শুধু আমি কেন, যে কেও এই গ্রুপে অ্যাড হলে উপকৃত হবেন। একদিন অনলাইনে স্যারের একটা ফ্রি ট্রায়াল ক্লাস করি। IELTS এর সবচেয়ে কঠিন বিষয় হলো রিডিং। দেখা যায় কেও স্পিকিং এ 7 পাচ্ছে কিন্তু রিডিং এ 5 পাচ্ছে। বেশিরভাগের এমন হয়। সেদিন স্যার ক্লাসের শেষ দিকে বড় বড় ইংরেজি বাক্য পড়ে বোঝার কৌশল শেখালেন। দেখলাম, IELTS এর রিডিং প্যাসেজেও ঠিক ওই ধরণের বাক্য থাকে। ট্রায়াল ক্লাসে যারা ছিল তারা সবাই বিমোহিত হয়েছিল স্যারের বুঝানোর দক্ষতা দেখে। স্যারের fluency আর ইংরেজি উচ্চারণ (pronunciation) শেখানোর দক্ষতা ছিল অসাধারণ।”
ইংলিশ টুডেতেই কি প্রিপারেশন নিয়েছিলেন ?
“হ্যাঁ, অনলাইনেই IELTS কোর্স করেছিলাম। যদিও ইংলিশ টুডেতে কোর্স ফি বেশি ছিল। কবির স্যারই পুরো কোর্স নিয়েছিলেন। পরে জানতে পারি, স্যার নিজেও IELTS পরীক্ষা দিয়েছিলেন ২০০৭ সালে। তাঁর স্কোর ছিল 8। আর রিডিং-এ ছিল 8.5। আবার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA থেকে MBA করেছেন।”
অনলাইনে কিভাবে কোর্স করতেন?
“আমার কাছে মনে হয়েছিল যেন আমি স্যারের সাথে ঘরেই প্রাইভেট পড়ছি। ব্যাচের অন্য স্টুডেন্টরাও এমন মনে করতো। ঘরেই বসেই ক্লাস করতাম। তাই সময় নষ্ট হতো না। বাড়তি প্র্যাকটিসের জন্য অনেক সময় পেতাম। আমি মনে করি, ইংলিশ টুডেতে প্রিপারেশন না নিলে আমি এই স্কোর পেতাম না।”
আপনাকে অভিনন্দন। পাঠকদের জন্য কিছু বলবেন ?
“ইংরেজি শেখা কিংবা IELTS করা মুখস্থ করার বিষয় না। আপনাকে বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। বুঝে বুঝে প্রাকটিস করলে আপনি আনন্দ পাবেন এবং আপনিও আমার মতো সফল হবেন।”
ইংলিশ টুডের ফেইসবুক স্টুডেন্ট গ্রুপে আপনিও যোগ দিন: Click Here !
দেশে অনেক প্রতিষ্ঠান আছে যেখানে IELTS এর প্রিপারেশন করানো হয়। কিন্তু আজ আশরাফ হোসেনের কাছে এক নতুন ধরণের IELTS প্রিপারেশনের কথা শুনবো। আশরাফ হোসেন IELTS এ 7 স্কোর করেছেন। এখন অস্ট্রেলিয়াতে মাস্টার্স করছেন।
তাঁর কাছে আমাদের প্রথম প্রশ্ন ছিল, তিনি কি প্রথমবারেই IELTS-এ 7 পেয়েছেন।
তিনি বলেন, “হ্যাঁ, আমি একবারই পরীক্ষা দিয়েছি।”
নিজে নিজেই প্রস্তুতি নিয়েছিলেন ?
“না। প্রথমবার এক প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলাম। নাম বলছি না। কিন্তু কয়েকটা ক্লাস করে দেখলাম, IELTS পরীক্ষার প্রকৃত সিলেবাস অনুযায়ী ক্লাস হচ্ছে না। ছাত্ররা যতোটুকু বুঝতে পারে, সেই অনুযায়ী ক্লাস হচ্ছে। কিন্তু তা IELTS পরীক্ষার প্রকৃত সিলেবাস না।”
আপনি কিভাবে বুঝলেন ওটা IELTS পরীক্ষার প্রকৃত সিলেবাস না?
“বাজারে কেমব্রিজ সিরিজের বই পাওয়া যায়। যেমন Cambridge IELTS 4, Cambridge IELTS 5 ইত্যাদি। ওগুলোই IELTS এর প্রকৃত সিলেবাস। ওগুলো নিজে নিজে বুঝতাম না বলেই কোচিং করছিলাম। কিন্তু যখন দেখলাম ওগুলো করাচ্ছে না তখন বাদ দিলাম।
এর পর কী করলেন ?
আমার এক বন্ধু আমাকে ইংলিশ টুডের ফেইসবুক স্টুডেন্ট গ্রুপে অ্যাড করে। ইংলিশ টুডের প্রতিষ্ঠাতা কবির স্যার সেখানে পোস্ট দেন। কয়েকটা পোস্ট পড়ে ভালো লাগে। শুধু আমি কেন, যে কেও এই গ্রুপে অ্যাড হলে উপকৃত হবেন। একদিন অনলাইনে স্যারের একটা ফ্রি ট্রায়াল ক্লাস করি। IELTS এর সবচেয়ে কঠিন বিষয় হলো রিডিং। দেখা যায় কেও স্পিকিং এ 7 পাচ্ছে কিন্তু রিডিং এ 5 পাচ্ছে। বেশিরভাগের এমন হয়। সেদিন স্যার ক্লাসের শেষ দিকে বড় বড় ইংরেজি বাক্য পড়ে বোঝার কৌশল শেখালেন। দেখলাম, IELTS এর রিডিং প্যাসেজেও ঠিক ওই ধরণের বাক্য থাকে। ট্রায়াল ক্লাসে যারা ছিল তারা সবাই বিমোহিত হয়েছিল স্যারের বুঝানোর দক্ষতা দেখে। স্যারের fluency আর ইংরেজি উচ্চারণ (pronunciation) শেখানোর দক্ষতা ছিল অসাধারণ।”
ইংলিশ টুডেতেই কি প্রিপারেশন নিয়েছিলেন ?
“হ্যাঁ, অনলাইনেই IELTS কোর্স করেছিলাম। যদিও ইংলিশ টুডেতে কোর্স ফি বেশি ছিল। কবির স্যারই পুরো কোর্স নিয়েছিলেন। পরে জানতে পারি, স্যার নিজেও IELTS পরীক্ষা দিয়েছিলেন ২০০৭ সালে। তাঁর স্কোর ছিল 8। আর রিডিং-এ ছিল 8.5। আবার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA থেকে MBA করেছেন।”
অনলাইনে কিভাবে কোর্স করতেন?
“আমার কাছে মনে হয়েছিল যেন আমি স্যারের সাথে ঘরেই প্রাইভেট পড়ছি। ব্যাচের অন্য স্টুডেন্টরাও এমন মনে করতো। ঘরেই বসেই ক্লাস করতাম। তাই সময় নষ্ট হতো না। বাড়তি প্র্যাকটিসের জন্য অনেক সময় পেতাম। আমি মনে করি, ইংলিশ টুডেতে প্রিপারেশন না নিলে আমি এই স্কোর পেতাম না।”
আপনাকে অভিনন্দন। পাঠকদের জন্য কিছু বলবেন ?
“ইংরেজি শেখা কিংবা IELTS করা মুখস্থ করার বিষয় না। আপনাকে বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। বুঝে বুঝে প্রাকটিস করলে আপনি আনন্দ পাবেন এবং আপনিও আমার মতো সফল হবেন।”
ইংলিশ টুডের ফেইসবুক স্টুডেন্ট গ্রুপে আপনিও যোগ দিন: Click Here !
No comments
Post a Comment