Saturday, 2 July 2016

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা বাংলা ১ম পত্র

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো। thumbnail 1 summary
* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।


রেইনকোট
১. ‘রেইনকোট’ গল্পে রেইনকোটটি মূলত কিসের প্রতীক?
ক. প্রতিরোধের প্রতীক খ. স্মৃতির প্রতীক
গ. আবেগের প্রতীক ঘ. দেশপ্রেমের প্রতীক
২. ‘পাকিস্তান যদি বাঁচাতে হয় তো স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও’—বাক্যটি দ্বারা প্রিন্সিপালের কোন পরিচয়টি ফুটে উঠেছে?
ক. তোষামোদকারী খ. দেশবিরোধী
গ. রাজাকার ঘ. ভিতু
৩. মিলিটারি কাদের ছদ্মবেশী মিসক্রিয়েন্ট মনে করে?
ক. শিক্ষকদের খ. কুলিদের
গ. ঠেলাগাড়িওয়ালাদের ঘ. পিয়নদের
৪. মিন্টু কত তারিখে যুদ্ধে গিয়েছিল?
ক. জুনের ২১ তারিখ খ. জুনের ২২ তারিখ
গ. জুনের ২৩ তারিখ ঘ. জুনের ২৪ তারিখ
৫. নূরুল হুদার ঝুলন্ত শরীর কাঁপতে থাকে কেন?
ক. মিলিটারিদের ভয়ে
খ. নিজের, সন্তানদের পরিবারের দুশ্চিন্তায়
গ. মার খেয়ে অসহ্য যন্ত্রণায়
ঘ. মুক্তিযোদ্ধাদের সঙ্গে সম্পর্কের উত্তেজনায়
৬. ভিতু ‘নূরুল হুদা’ প্রকৃতপক্ষে ধীরে ধীরে সাহসী ও মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হন—
i.  রেইনকোটটি পরার পর
ii.  বাসযাত্রীদের রাজাকার ভাবার সময়
iii. নিজেকে মুক্তিযোদ্ধাদের একজন ভাবার পর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. ‘সেও তার চোখের ভোঁতা কিন্তু গরম চাহনিটাকে স্থির করে আলগোছে বিছিয়ে দেয় মিলিটারির খাড়া নাকে’—এখানে নূরুল হুদার চরিত্রটিতে যে ধরনের অনুভূতি কাজ করে তা হলো—
i. সাহসিকতার
ii. অন্যায় প্রতিবাদের
iii. মিলিটারির চোখে নিজেকে ভালো করার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. ‘শহিদ মিনার’ কিসের প্রতীক?
ক. বাঙালি জাতীয়তাবাদের প্রতীক
খ. বাঙালি জাতির প্রতীক
গ. স্মৃতি রক্ষার প্রতীক
ঘ. বাংলা ভাষাচর্চার প্রতীক
৯. দেশকে স্বাধীন করার অদম্য বাসনায় স্বজনদের মায়া ত্যাগ করে যুদ্ধে ছুটে গিয়েছিল অনেক তরুণ প্রাণ। ‘রেইনকোট’ গল্পে এ রকম কার সন্ধান মেলে?
ক. নূরুল হুদার খ. মিন্টুর
গ. দোকানদারের ঘ. ইসহাকের
১০. তার মৌনতা মিলিটারিকে আরেকটু নিশ্চিত করে কেন?
ক. প্রথম থেকেই তিনি মৌন ছিলেন বলে
খ. মৌনতা সম্মতির লক্ষণ বলে
গ. মৌনতা তাদের সুযোগ করে দেয় বলে
ঘ. মিলিটারিরা তার সম্পর্কে সন্দিগ্ধ ছিল বলে
১১. তারাও তাকে চেনে এবং তার ওপর তাদের আস্থাও কম নয়। এখানে মূলত কাদের কথা বলা হয়েছে?
ক. মিলিটারিদের খ. মুক্তিযোদ্ধাদের
গ. কলিগদের ঘ. পরিবারের
১২. মিলিটারি অফিসারকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয় কেন?
ক. ভয়ে খ. উত্তেজনায় গ. দুশ্চিন্তায় ঘ. উত্কণ্ঠায়
১৩. ‘মিসক্রিয়েন্ট’ শব্দটি দ্বারা ‘রেইনকোট’ গল্পে কাদের বোঝানো হয়েছে?
ক. দুষ্কৃতকারীদের খ. মুক্তিযোদ্ধাদের
গ. মুক্তিযোদ্ধার আত্মীয়দের ঘ. বাঙালিদের
১৪. ‘রেইনকোট’ গল্পে ‘প্রিন্সিপাল’ সম্পর্কে কী বলা যেতে পারে?
ক. রাজাকার খ. অরাজনৈতিক
গ. স্বার্থান্বেষী ঘ. চাটুকার
‘শাসকের শোষকের পীড়কের নিষ্ঠুর পীড়ন
রোধিতে ওরা করেছে পণ’
১৫. উদ্দীপকের ‘ওরা’ ‘রেইনকোট’ গল্পে কাদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক. মিলিটারিদের
খ. মিসক্রিয়েন্টদের
গ. প্রফেসরের ঘ. বাসের যাত্রীদের
১৬. উদ্দীপকটির চেতনা ‘রেইনকোট’ গল্পে প্রতিফলিত  হয়—
i.   নূরুল হুদার মিলিটারিদের প্রশ্নের জবাব না দেওয়ায়
ii.  নূরুল হুদার মিলিটারিদের সঙ্গে আপস না করায়
iii. নূরুল হুদার মিন্টুর রেইনকোট পরায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
রেইনকোট

১. ক ২. ক ৩. খ ৪. গ ৫. ঘ ৬. ঘ ৭. ক ৮. ক ৯. খ ১০. ঘ ১১. খ ১২. ক ১৩. খ ১৪. ঘ ১৫. খ ১৬. ক

No comments

Post a Comment