Saturday, 2 July 2016

৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা: বিজ্ঞান বিজ্ঞান

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো। thumbnail 1 summary
* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।



অধ্যায়-৫
১. নিমজ্জিত উদ্ভিদ কোনটি দিয়ে পানি শোষণ করে?
ক. দেহতল খ. মূল গ. কাণ্ড ঘ. পাতা
২. সালোকসংশ্লেষণ-প্রক্রিয়ায় কোনটির প্রয়োজন নেই?
ক. ক্লোরোফিল খ. অক্সিজেন
গ. আলো ঘ. পানি
৩. নিচের কোনটি উদ্ভিদের খাদ্য তৈরির মাধ্যম?
ক. সালোকসংশ্লেষণ
খ. শ্বসন-প্রক্রিয়া
গ. রেচন-প্রক্রিয়া
ঘ. বিপাক-প্রক্রিয়া
৪. সালোকসংশ্লেষণের বাহ্যিক প্রভাবক কোনটি?
ক. ক্লোরোফিল খ. পানি
গ. পাতার টিস্যু ঘ. কোষের গঠন
৫. ক্লোরোফিল উত্পাদনে সাহায্য করে কোনটি?
ক. কার্বন খ. ক্যালসিয়াম
গ. লৌহ ঘ. কোষের গঠন
৬. সালোকসংশ্লেষণের জন্য সুবিধাজনক তাপমাত্রা কোনটি?
ক. ২০হ্ন-২২হ্ন সে. খ. ২২হ্ন-৩৫হ্ন সে.
গ. ২০হ্ন-২৫হ্ন সে. ঘ. ২২হ্ন-৪০হ্ন সে.
৭. সালোকসংশ্লেষণ-প্রক্রিয়ায় উত্পন্ন হয়—
i. পানি
ii. অক্সিজেন
iii. কার্বন ডাই-অক্সাইড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. কোথায় শ্বসন ঘটে?
ক. জড় পদার্থে খ. জীবদেহে
গ. সাইটোপ্লাজমে ঘ. নিউক্লিয়াসে
৯. নিমজ্জিত জলজউদ্ভিদ কোন অঙ্গ দিয়ে পানি সংগ্রহ করে?
ক. ভাজক অঞ্চল খ. দেহতল
গ. মূলরোম ঘ. পাতা
১০. সালোকসংশ্লেষণের পর্যায় কয়টি?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
১১. সবুজ উদ্ভিদ শর্করা খাদ্য উত্পাদন করে কিসের সাহায্যে?
i. ক্লোরোপ্লাস্ট
ii. পানি ও কার্বন ডাই-অক্সাইড
iii. সূর্যালোকের উপস্থিতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. সালোকসংশ্লেষণ-প্রক্রিয়ায় কোন ধরনের খাদ্য উত্পন্ন হয়?
ক. শর্করা খ. আমিষ
গ. স্নেহ ঘ. ভিটামিন
১৩. কোনটি আলোর প্রধান উত্স
ক. চন্দ্রলোক
খ. বৈদ্যুতিক বাতির আলো
গ. সূর্যালোক
ঘ. সৌরবিদ্যুত্
১৪. কোনটি কয়লা, গ্যাসের শক্তির মূল উত্স?
ক. মাটি খ. সূর্য
গ. খনিজ পদার্থ ঘ. বায়ু
১৫. সালোকসংশ্লেষণ-প্রক্রিয়ায় উত্পন্ন গ্যাসটির নাম কী?
ক. নাইট্রোজেন খ. মিথেন
গ. হাইড্রোজেন ঘ. অক্সিজেন
১৬. সালোকসংশ্লেষণে অক্সিজেন নির্গমনের পরীক্ষার জন্য কোন উদ্ভিদটি ব্যবহূত হয়?
ক. শৈবাল খ. ফণীমনসা
গ. ছত্রাক ঘ. হাইড্রিলা
১৭. শর্করা খাদ্য কোথা থেকে তৈরি হয়?
ক. কাণ্ড থেকে খ. পাতা থেকে
গ. ফুল থেকে ঘ. মূল থেকে
১৮. সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান হলো—
i. পানি
ii. আলো
iii. অক্সিজেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. কোন ধরনের উদ্ভিদ দেহতল দিয়ে পানি শোষণ করে?
ক. উভচর খ. মুক্ত ভাসমান
গ. আবদ্ধ ভাসমান
ঘ. নিমজ্জিত জলজ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বিজ্ঞান: অধ্যায়-৫

১. ক ২. খ ৩. ক ৪. খ ৫. গ ৬. খ ৭. ক ৮. খ ৯. খ ১০. ক ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. খ ১৫. ঘ ১৬. ঘ ১৭. খ ১৮. ক ১৯. ঘ

No comments

Post a Comment