বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-১১
১। চীনে স্বায়ত্তশাসিত অঞ্চল কয়টি?
ক. ৩ খ. ৫ গ. ৭ ঘ. ৯
২। ভারতের দক্ষিণে কোন মহাসাগর অবস্থিত?
ক. প্রশান্ত মহাসাগর খ. আটলান্টিক মহাসাগর
গ. ভারত মহাসাগর ঘ. উত্তর আটলান্টিক মহাসাগর
৩। চীন এশিয়ার কোন অংশে অবস্থিত?
ক. দক্ষিণ-এশিয়ায় খ. পূর্ব-এশিয়ায়
গ. উত্তর-পূর্ব এশিয়ায় ঘ. দক্ষিণ-পূর্ব এশিয়ায়
৪। অজন্তা পর্বতগুহার চিত্রকর্ম কোথায় পাওয়া যায়?
ক. ভারতে খ. জাপানে গ. চীনে ঘ. মালয়েশিয়ায়
৫। বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক নির্ভর করে দেশগুলোর কিসের ভিত্তিতে?
ক. নৈকট্যের ভিত্তিতে
খ. দূরত্বের ভিত্তিতে
গ. অভিন্ন লক্ষ্যের ভিত্তিতে
ঘ. অর্থনীতির ভিত্তিতে
৬। ভারতে প্রাচীন সভ্যতার পরিচয় বহন করে—
i. আগ্রার তাজমহল ii. কুতুব মিনার iii. লালকেল্লা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
৭। চীনের কৃষিজাত পণ্য—
i. তেলবীজ ii. ধান iii. বীট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
দেশটির উত্তরে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা রয়েছে। কয়েক হাজার বছর আগের সভ্যতার নিদর্শন দেশটিতে পাওয়া গেছে। দেশটি ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীনতা লাভ করেছিল।
৮। অনুচ্ছেদে এশিয়ার কোন দেশটির কথা বলা হয়েছে?
ক. চীন খ. ভারত গ. জাপান ঘ. মালয়েশিয়া
৯। অনুচ্ছেদের দেশটি আমাদের—
i. ১৯৭১ সালের মহান মুুক্তিযুদ্ধে সহায়তা করেছিল
ii. বন্ধুপ্রতিম নিকটতম প্রতিবেশী দেশ
iii. স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। এশিয়া মহাদেশের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সহযোগিতার সম্পর্ক রয়েছে—
i. শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে
ii. শিল্প ও প্রযুক্তির ক্ষেত্রে
iii. বাণিজ্য ও যোগাযোগ ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। জাপানের স্থানীয় নাম কী?
ক. শিকোকু খ. হন্সু গ. নিপ্পন ঘ. ইয়াংসি
১২। কোরিয়ার অধিকাংশ অঞ্চলই কোন ধরনের?
ক. দ্বীপবেষ্টিত খ. পর্বতময়
গ. বনভূমি ঘ. সমতলভূমি
১৩। জাপানের অর্থনীতি আজ বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত। তারা কিসে সমৃদ্ধ?
ক. বৈদেশিক বাণিজ্য খ. পর্যটন গ. শিল্প ঘ. কৃষি
১৪। জাপান—
i. পূর্ব-এশিয়ার দ্বীপময় দেশ ii. সমুদ্রবেষ্টিত
iii. এশিয়ার পশ্চিমে অবস্থিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫। কোরিয়ায় প্রচুর বৃষ্টিপাত হয়—
i. জুন মাসে ii. জুলাই মাসে iii. আগস্ট মাসে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-১১
১. খ ২. গ ৩. খ ৪. ক ৫. গ ৬. ঘ ৭. ঘ ৮. খ ৯. ক ১০. ঘ ১১. গ ১২. খ ১৩. গ ১৪. ক ১৫. ঘ
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-১১
১। চীনে স্বায়ত্তশাসিত অঞ্চল কয়টি?
ক. ৩ খ. ৫ গ. ৭ ঘ. ৯
২। ভারতের দক্ষিণে কোন মহাসাগর অবস্থিত?
ক. প্রশান্ত মহাসাগর খ. আটলান্টিক মহাসাগর
গ. ভারত মহাসাগর ঘ. উত্তর আটলান্টিক মহাসাগর
৩। চীন এশিয়ার কোন অংশে অবস্থিত?
ক. দক্ষিণ-এশিয়ায় খ. পূর্ব-এশিয়ায়
গ. উত্তর-পূর্ব এশিয়ায় ঘ. দক্ষিণ-পূর্ব এশিয়ায়
৪। অজন্তা পর্বতগুহার চিত্রকর্ম কোথায় পাওয়া যায়?
ক. ভারতে খ. জাপানে গ. চীনে ঘ. মালয়েশিয়ায়
৫। বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক নির্ভর করে দেশগুলোর কিসের ভিত্তিতে?
ক. নৈকট্যের ভিত্তিতে
খ. দূরত্বের ভিত্তিতে
গ. অভিন্ন লক্ষ্যের ভিত্তিতে
ঘ. অর্থনীতির ভিত্তিতে
৬। ভারতে প্রাচীন সভ্যতার পরিচয় বহন করে—
i. আগ্রার তাজমহল ii. কুতুব মিনার iii. লালকেল্লা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
৭। চীনের কৃষিজাত পণ্য—
i. তেলবীজ ii. ধান iii. বীট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
দেশটির উত্তরে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা রয়েছে। কয়েক হাজার বছর আগের সভ্যতার নিদর্শন দেশটিতে পাওয়া গেছে। দেশটি ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীনতা লাভ করেছিল।
৮। অনুচ্ছেদে এশিয়ার কোন দেশটির কথা বলা হয়েছে?
ক. চীন খ. ভারত গ. জাপান ঘ. মালয়েশিয়া
৯। অনুচ্ছেদের দেশটি আমাদের—
i. ১৯৭১ সালের মহান মুুক্তিযুদ্ধে সহায়তা করেছিল
ii. বন্ধুপ্রতিম নিকটতম প্রতিবেশী দেশ
iii. স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। এশিয়া মহাদেশের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সহযোগিতার সম্পর্ক রয়েছে—
i. শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে
ii. শিল্প ও প্রযুক্তির ক্ষেত্রে
iii. বাণিজ্য ও যোগাযোগ ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। জাপানের স্থানীয় নাম কী?
ক. শিকোকু খ. হন্সু গ. নিপ্পন ঘ. ইয়াংসি
১২। কোরিয়ার অধিকাংশ অঞ্চলই কোন ধরনের?
ক. দ্বীপবেষ্টিত খ. পর্বতময়
গ. বনভূমি ঘ. সমতলভূমি
১৩। জাপানের অর্থনীতি আজ বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত। তারা কিসে সমৃদ্ধ?
ক. বৈদেশিক বাণিজ্য খ. পর্যটন গ. শিল্প ঘ. কৃষি
১৪। জাপান—
i. পূর্ব-এশিয়ার দ্বীপময় দেশ ii. সমুদ্রবেষ্টিত
iii. এশিয়ার পশ্চিমে অবস্থিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫। কোরিয়ায় প্রচুর বৃষ্টিপাত হয়—
i. জুন মাসে ii. জুলাই মাসে iii. আগস্ট মাসে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-১১
১. খ ২. গ ৩. খ ৪. ক ৫. গ ৬. ঘ ৭. ঘ ৮. খ ৯. ক ১০. ঘ ১১. গ ১২. খ ১৩. গ ১৪. ক ১৫. ঘ
No comments
Post a Comment