Thursday, 23 June 2016

২০১৬ সালের ৫ম শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রস্তুতি বাংলা

* স্বদেশ প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিকভাবে প্রকাশিত ‘স্বদেশ’ কবিতার বাকি প্রশ্নোত্তর আজ দেওয়া হলো। প্রশ্ন: ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় ... thumbnail 1 summary
* স্বদেশ
প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিকভাবে প্রকাশিত ‘স্বদেশ’ কবিতার বাকি প্রশ্নোত্তর আজ দেওয়া হলো।
প্রশ্ন: ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।


টুকটুকে শিল্পী পাখপাখালির কড়ি
ক. এ দেশে আগে এখনকার মতো টাকাপয়সা ছিল না। লোকে কেনাবেচা করত — দিয়ে।
উত্তর. ক. এ দেশে আগে এখনকার মতো টাকাপয়সা ছিল না। লোকে কেনাবেচা করত কড়ি দিয়ে।
খ. মেলা থেকে বোনের জন্য — একটা জামা কিনে আনব।
উত্তর. খ. মেলা থেকে বোনের জন্য টুকটুকে একটা জামা কিনে আনব।
গ. জয়নুল আবেদিন ছিলেন একজন বড় মাপের চিত্র —।
উত্তর: গ. জয়নুল আবেদিন ছিলেন একজন বড় মাপের চিত্র শিল্পী।
ঘ. বাংলাদেশের গাছে গাছে শোনা যায় — কলকাকলি।
উত্তর: ঘ. বাংলাদেশের গাছে গাছে শোনা যায় পাখপাখালির কলকাকলি।
প্রশ্ন: সঠিক উত্তরটি লেখো।
ক. নদীর তীরে সারি সারি কী রাখা ছিল?
১. জেলেদের জাল ২. গাছের গুঁড়ি ৩. খড়ের গাদা
৪. নৌকা।
উত্তর: ৪. নৌকা।
খ. ছেলেটির সারা দিন কীভাবে কাটে?
১. খেলাধুলা করে ২. মাঠের মানুষ আর হাটের মানুষ দেখে ৩. পড়াশোনা করে ৪. বন্ধুদের সঙ্গে গল্পগুজব করে।
উত্তর ২. মাঠের মানুষ আর হাটের মানুষ দেখে।
গ. ‘স্বদেশ’ কবিতায় ছেলেটি কীভাবে তার ছবি আঁঁকে?
১. রংতুলি দিয়ে ২. রংতুলি ছাড়া ৩. নিজের মনের মধ্যে
৪. মা-বাবার সহযোগিতা নিয়ে।
উত্তর: ৩. নিজের মনের মধ্যে।
ঘ. ‘স্বদেশ’ কবিতায় কবি বাংলাদেশের কোন ছবিটি তুলে ধরেছেন?
১. বাংলাদেশের শহরের মানুষের ছবি
২. নদীর পাড়ের জেলেদের ছবি
৩. বাংলাদেশের পাহাড়ি মানুষের ছবি
৪. বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি
উত্তর: ৪. বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি
ঙ. ‘এই ছেলেটির মুখ/ সারাদেশের সব ছেলের মুখেতে টুকটুক’ কথাটি কোন অর্থে বোঝানো হয়েছে?
১. ছেলেটির মুখের রং ২. ছেলেটির মুখের গড়ন ৩. ছেলেটির মুখের প্রতিচ্ছবি ৪. ছেলেটির মুখের কথা
উত্তর: ৩. ছেলেটির মুখের প্রতিচ্ছবি।

প্রশ্ন: ডানদিক থেকে কবিতায় ব্যবহূত ঠিক কথাটি নিয়ে খালি জায়গায় বসাও।
ক. একলা বসে আপন মনে বসে...। পুকুর পাড়ে/গাছের ডালে/নদীর ধারে
উত্তর: একলা বসে আপন মনে বসে নদীর ধারে।
খ. এমনি পাওয়া এই ছবিটি...নয় কেনা/ টাকায়/ কড়িতে/ সোনায়
উত্তর: এমনি পাওয়া এই ছবিটি কড়িতে নয় কেনা।
গ. এক পাশে তার জারুল গাছে দুটি.../জারুল ফুল/শালিক পাখি/হলুদ পাখি
উত্তর: এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি।

No comments

Post a Comment