ষষ্ঠ শ্রেণির
পড়াশোনা:
বাংলা ১ম পত্র
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘লাল গরুটা’ গল্পের ওপর বাকি প্রশ্নোত্তর আলোচনা করব।
৩৮. নিধিরামের স্ত্রী লাল গরুটার সঙ্গে কাদের তুলনা করেছিল?
ক. পিতামাতার খ. বিশুর দাদুর
গ. ছেলেমেয়ের ঘ. নিধিরাম ও নিজের
৩৯. নিধিরামের বউয়ের দৃষ্টিতে লাল গরুটা কেমন?
ক. সুখ-দুঃখের সাথি
খ. নিজেদের বৃদ্ধ জীবনের প্রতিচ্ছবি
গ. অনেক উগ্র স্বভাবের
ঘ. অনেক অপকারী
৪০. নিধিরামের কথা কে শুনতে চায় না?
ক. ক্রেতা খ. বিশুর বোন
গ. বিশুর মা ঘ. লাল গরুটা
৪১. লাল গরুটা বেচার কথা শুনে ছেলেমেয়েরা কী করল?
ক. খাওয়াদাওয়া বন্ধ করে দিল
খ. বাড়ি ছেড়ে চলে গেল
গ. কান্নাকাটি শুরু করে দিল
ঘ. চেঁচামেচি শুরু করে দিল
৪২. বাধা পেলে নিধিরামের জিদ কেমন হয়?
ক. বেসামাল হয়ে পড়ে খ. শান্ত হয়
গ. আরও বেড়ে ওঠে ঘ. কমে যায়
৪৩. বিশুর বয়স কত?
ক. ১০ বছর খ. ৮ বছর গ. ৭ বছর ঘ. ৫ বছর
৪৪. লাল গরুটা বেচার কথায় গর্জন করে উঠল কে?
ক. বিশু খ. নিধিরামের আত্মীয়স্বজন
গ. নতুন ক্রেতা ঘ. নিধিরাম
৪৫. ‘আমার গরু’—উক্তিটি কার?
ক. নিধিরামের স্ত্রীর খ. নিধিরামের ছেলের
গ. নতুন ক্রেতার ঘ. নিধিরামের
৪৬. লাল গরুটাকে রোজ ঘাস খাওয়াতে নিয়ে যায় কে?
ক. নিধিরামের বউ খ. বাড়ির কাজের ছেলে
গ. বিশু ঘ. নিধিরাম
৪৭. নিধিরাম লাল গরুটাকে কয় টাকায় বেচে দেয়?
ক. চল্লিশ টাকায় খ. পঁচিশ টাকায়
গ. কুড়ি টাকায় ঘ. পনেরো টাকায়
৪৮. লাল গরুটাকে কোথায় বেচা হয়?
ক. দশানী গ্রামে খ. সোনার গ্রামে
গ. সোনাকান্দা গ্রামে ঘ. ঘাসিয়াখালী গ্রামে
৪৯. লাল গরুটার মনটা কেমন ছিল?
ক. হিংসুটে খ. প্যাঁচালো
গ. সন্দেহপ্রবণ ঘ. সাদা সরল
৫০. লাল গরুটা কী বুঝতে পারেনি?
ক. মানুষের ব্যবহার খ. বিশুর ব্যবহার
গ. নিধিরামের উদ্দেশ্য ঘ. নিধিরামের মন
৫১. নতুন ক্রেতা নিতে এলে লাল গরুটা কেন আপত্তি করল না?
ক. মানুষের মতো গভীর বোধশক্তি নেই বলে
খ. নতুন ক্রেতা খুব ভালো লোক বলে
গ. নতুন জায়গায় খাবারের অভাব হয় না বলে
ঘ. নিধিরাম তাকে কষ্ট দিয়েছিল বলে
৫২. বাড়ি ফিরে বিশু কী করল?
ক. ভীষণ কান্নাকাটি করল
খ. লাল গরুটার সন্ধানে ছুটে গেল
গ. বাবাকে বকাবকি করল
ঘ. চিত্কার করল
৫৩. লাল গরুটা বিক্রির দিন সবাই কী করল?
ক. বাড়ি ফিরল না খ. ভালো করে খেল না
গ. খুব আনন্দ করল ঘ. ভীষণ কান্নাকাটি করল
৫৪. কে কখনো এমন বিপদে পড়েনি?
ক. লাল গরুটা খ. লাল গরুটার ক্রেতা
গ. নিধিরাম ঘ. বিশু
৫৫. তেজস্বী নিধিরাম কেমন হয়ে গেল?
ক. ভয়ংকর খ. বরফ
গ. ঠান্ডা জল ঘ. জ্বলন্ত আগুন
৫৬. অবাক কাণ্ডটি ঘটে কত দিন পর?
ক. সাত-আট দিন পর খ. আট-নয় দিন পর
গ. নয়-দশ দিন পর ঘ. দশ-এগারো দিন পর
৫৭. লাল গরুটা কখন ফিরে এল?
ক. সন্ধ্যাবেলা খ. বিকেলবেলা
গ. দুপুরবেলা ঘ. সকালবেলা
৫৮. লাল গরুটা ফিরে এলে নিধিরাম কী করল?
ক. মাথা নিচু করে রইল খ. বাড়ি ছেড়ে বেরিয়ে গেল
গ. ঘাস কেটে খেতে দিল ঘ. খেপে গেল
৫৯. লোকজন দেখে লাল গরুটা কী করে
ক. লুকিয়ে থাকে খ. তেড়ে আসে
গ. ছুট দেয় ঘ. আতঙ্কিত হয়ে পড়ে
৬০. লাল গরুটাকে ক্রেতা ফিরিয়ে নিয়ে গেলে নিধিরামের বাচ্চারা কী করল?
ক. চিত্কার শুরু করল
খ. কেঁদে দিল
গ. ক্রেতাকে ফিরে যেতে বলল
ঘ. খাওয়াদাওয়া বন্ধ করে দিল
৬১. নিধিরাম ফিরে এলে ছেলেমেয়েরা আনন্দে মেতে ওঠার কারণ কী?
ক. নিধিরাম জামাকাপড় কিনে এনেছে
খ. নিধিরাম লাল গরুকে ফেরত এনেছে
গ. নিধিরাম একটা গরু কিনে এনেছে
ঘ. নিধিরাম চকলেট কিনে এনেছে
৬২. নিধিরামের বউয়ের চোখ-মুখ খুশিতে হেসে উঠল কেন?
ক. বিশুর আনন্দ দেখে
খ. লাল গরুটা বিদায় হওয়ায়
গ. লাল গরুটা ফেরত আনায়
ঘ. নিধিরাম বাড়ি ফিরে আসায়
৬৩. লাল গরুকে ফিরিয়ে আনতে নিধিরামকে কত টাকা গচ্চা দিতে হয়েছিল?
ক. দশ টাকা খ. এগারো টাকা
গ. বারো টাকা ঘ. তেরো টাকা
৬৪. বাবাকে হাসতে দেখে ছেলেমেয়েরা সবাই কী করল?
ক. লাল গরুটার কাছে ছুটে গেল
খ. বাবাকে ঘিরে ধরল
গ. বাবাকে জড়িয়ে ধরল ঘ. হেসে উঠল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: বাংলা ১ম পত্র
লাল গরুটা
৩৮. ঘ ৩৯. খ ৪০. গ ৪১. ঘ ৪২. গ ৪৩. ঘ ৪৪. ক ৪৫. খ ৪৬. গ ৪৭. গ ৪৮. গ ৪৯. ঘ ৫০. গ ৫১. ক ৫২. ক ৫৩. খ ৫৪. গ ৫৫. গ ৫৬. ক ৫৭. খ ৫৮. ক ৫৯. ঘ ৬০. খ ৬১. খ ৬২. গ ৬৩. ক ৬৪. খ
সূত্র: প্রথম আলো
No comments
Post a Comment