Thursday, 23 June 2016

২০১৬ সালের ৮ম শ্রেণির পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো। thumbnail 1 summary
* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।


৩১। কত সালে ছাতক সিমেন্ট কারখানা দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে?
ক. ১৯৩২ সালে খ. ১৯৩৩ সালে
গ. ১৯৩৭ সালে ঘ. ১৯৪০ সালে
৩২। স্বাবলম্বী কথাটির ব্যাখ্যা হবে—
ক. যিনি আর্থিকভাবে কারও ওপর নির্ভর করেন না
খ. যিনি পোশাকশিল্পে শ্রমিক হিসেবে কাজ করেন
গ. যাঁরা নির্মাণশ্রমিকের কাজ করেন
ঘ. যাঁরা বাস টার্মিনালে বোঝা বহন করেন
৩৩। বর্তমানে বাংলাদেশে বড় ও মাঝারি আকারের কয়টি সিমেন্ট কারখানা রয়েছে?
ক. ৯টি খ. ১২টি গ. ১৬টি ঘ. ১৭টি
৩৪। বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প কোনটি?
ক. পাটশিল্প খ. পোশাক শিল্প গ. ওষুধশিল্প ঘ. মৃিশল্প
৩৫। বর্তমানে বাংলাদেশের বৃহত্তম রপ্তানিমুখী শিল্প কোনটি?
ক. চিংড়ি খ. পাট গ. চা ঘ. পোশাক
৩৬। কিসের সমম্বয়ে সিমেন্ট উত্পাদিত হয়?
ক. চুনাপাথর ও সিলিকা বালু খ. চুনাপাথর ও প্রাকৃতিক গ্যাস
গ. প্রাকৃতিক গ্যাস ও কঠিন শিলা ঘ. শ্বেত মৃত্তিকা ও কঠিন শিলা
৩৭। দেশের মোট ভূমির কত ভাগ পাহাড়ি এলাকায় অবস্থিত?
ক. পাঁচ ভাগের দুই ভাগ খ. আট ভাগের এক ভাগ
গ সাত ভাগের এক ভাগ ঘ. দশ ভাগের এক ভাগ
৩৮। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে প্রচুর পরিমাণে যে সম্পদ রয়েছে তা হলো—
i. প্রাণিজ ii. বনজ iii. খনিজ
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৩৯. বাংলাদেশের উল্লেখযোগ্য কাগজ কল হলো—
i. পাকশী ii. কর্ণফুলী iii. বসুন্ধরা
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৪০. পোশাকশিল্পে অগ্রগতির কারণ—
i. অসংখ্য নারী শ্রমিকের অংশগ্রহণ
ii. বিদেশে ব্যাপক চাহিদা iii. প্রশিক্ষণের সুব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ও ii ঘ. i, ii ও iii
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-১২
৩১. ঘ ৩২. ক ৩৩. খ ৩৪. গ ৩৫. ঘ ৩৬. খ ৩৭. ঘ ৩৮. ঘ ৩৯. ঘ ৪০. ঘ

No comments

Post a Comment