Tuesday, 21 June 2016

৭ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বহুনির্বাচনি প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো। অধ্যায়-১২ thumbnail 1 summary
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-১২

* নিচের অনুচ্ছেদ পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মামুন তাঁর মালয়েশিয়ার বন্ধু সালাম তাইমুর সঙ্গে ইন্টারনেটে আলাপ করছিলেন। সালাম তাইমুর তাঁদের আঞ্চলিক সংস্থা আসিয়ান সম্পর্কে বক্তব্য দেন। এতে মামুন বাংলাদেশের সার্কের সদস্য হিসেবে বিভিন্ন কর্মতত্পরতা সালাম তাইমুরকে জানান।
১৬. উদ্দীপকে সালাম তাইমুর বর্ণিত সংস্থাটি রাষ্ট্রগুলোর উন্নয়নে ভূমিকা রাখে কীভাবে?
ক. অবাধ বাণিজ্যাঞ্চল গঠনের মাধ্যমে
খ. সামরিক জোট গঠনের মাধ্যমে
গ. বিশ্বশান্তি নিশ্চিত করার মাধ্যমে
ঘ. যুদ্ধ বন্ধে
১৭. আসিয়ান গঠনের উদ্দেশ্য হলো সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে—
i. অর্থনৈতিক সহযোগিতা
ii. সামাজিক সহযোগিতা
iii. সাংস্কৃতিক সহযোগিতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iii গ. i ও ii ঘ. i, ii ও iii
১৮. সার্কের একটি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নেপালের কাঠমান্ডুতে। এখানে সার্কের কোনটি অবস্থিত?
ক. সার্ক ব্যাংক খ. সার্ক বিশ্ববিদ্যালয়
গ. সার্ক সদর দপ্তর ঘ. সার্ক সংসদ
১৯. বিমসটেক গঠনের অন্যতম উদ্দেশ্য—
ক. সাংস্কৃতিক উন্নয়ন
খ. রাজনৈতিক উন্নয়ন
গ. সামাজিক উন্নয়ন
ঘ. প্রযুক্তিগত ও অর্থনৈতিক উন্নয়ন
২০. ‘আসিয়ান’ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এটি গঠনের পেছনে অন্যতম লক্ষ্য ছিল—
i. সদস্যদেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে সহায়তা দান ii. সদস্যদেশগুলোর বৈজ্ঞানিক ও কারিগরি উন্নয়নে সহায়তা দান
iii. সদস্যদেশগুলোর সাংস্কৃতিক উন্নয়নে সহায়তা দান
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
তরুণ সাংবাদিক সাদেক খান একটি আঞ্চলিক সংস্থার বার্ষিক সম্মেলনের সংবাদ সংগ্রহের জন্য ভারতের নয়াদিল্লিতে গেছেন। সংস্থাটির আটটি সদস্যরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানেরা ওই সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন।
২১. উদ্দীপকে কোন আঞ্চলিক সংস্থার কথা বলা হয়েছে?
ক. আসিয়ান খ. ন্যাটো
গ. সার্ক ঘ. বিমসটেক
২২. ওই সংস্থাটি গঠনের কারণ, সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে—
i. পরিবেশের ভারসাম্য রক্ষা করা
ii. বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় করা
iii. ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি সাধন করা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. কত সালে সার্ক গঠিত হয়?
ক. ১৯৮৩ খ. ১৯৮৫ গ. ১৯৮৬ ঘ. ১৯৮৮
২৪. সার্কের বর্তমান সদস্যরাষ্ট্র কয়টি?
ক. ৫টি খ. ৬টি গ. ৭টি ঘ. ৮টি
২৫. আসিয়ান গঠনের প্রধান উদ্দেশ্য—
ক. তিনটি খ. পাঁচটি গ. সাতটি ঘ. দশটি
২৬. কয়টি ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে বিমসটেক গঠিত?
ক. চারটি খ. তিনটি গ. দুটি ঘ. একটি
২৭. বাংলাদেশের কোন রাষ্ট্রপতি সার্ক গঠনের প্রথম উদ্যোগ গ্রহণ করেন?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. জিয়াউর রহমান
গ. হুসেইন মুহম্মদ এরশাদ
ঘ. আবদুর রহমান বিশ্বাস
২৮. ১৯৮৫ সালের কোন সম্মেলনে সার্ক জন্মলাভ করে?
ক. দিল্লি সম্মেলনে খ. কলম্বো সম্মেলনে
গ. ঢাকা সম্মেলনে ঘ. কাঠমান্ডু সম্মেলনে
২৯. সার্কের প্রথম সেক্রেটারি জেনারেল কোন দেশ থেকে নিযুক্ত হন?
ক. বাংলাদেশ খ. ভারত
গ. পাকিস্তান ঘ. শ্রীলঙ্কা
৩০. বিমসটেক গঠনের উদ্যোক্তা দেশ কোনটি?
ক. বাংলাদেশ খ. শ্রীলঙ্কা
গ. থাইল্যান্ড ঘ. মিয়ানমার
৩১. সার্ক কীভাবে গঠিত হয়েছে?
ক. দক্ষিণ এশিয়ার আটটি দেশ নিয়ে
খ. দক্ষিণ-পূর্ব এশিয়ার আটটি দেশ নিয়ে
গ. পূর্ব এশিয়ার সাতটি দেশ নিয়ে
ঘ. দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-১২
১৬. ক ১৭. ঘ ১৮. গ ১৯. ঘ ২০. ঘ ২১. গ ২২. ঘ ২৩. খ ২৪. ঘ ২৫. ক ২৬. গ ২৭. খ ২৮. গ ২৯. ক ৩০. গ ৩১. ঘ

No comments

Post a Comment