Sunday, 26 June 2016

২০১৬ সালের ৮ম শ্রেণির পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বহুনির্বাচনি প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো। অধ্যায়-১৩ thumbnail 1 summary
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-১৩


২৩. নিচের কোনটি জাতিসংঘের অঙ্গসংগঠন?
i. সাধারণ পরিষদ
ii. নিরাপত্তা পরিষদ
iii. অছি পরিষদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i , ii ও iii ঘ. iii
২৪. কতটি দেশ নিয়ে জাতিসংঘ গঠিত হয়?
ক. ৭টি খ. ২২টি গ. ৫০টি ঘ. ৫৬টি
২৫. জাতিসংঘের সদস্যসংখ্যা কতটি?
ক. ৫৭টি খ. ১৮০টি গ. ১৯২টি ঘ. ১৯৩টি
২৬. জাতিসংঘের প্রথম মহাসচিব কে?
ক. কফি আনান খ. বান কি মুন
গ. হামারশোল্ড ঘ. ট্রিগভেলি
২৭. জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক?
ক. দক্ষিণ কোরিয়ার খ. ঘানার
গ. নরওয়ের ঘ. ব্রিটেনের
২৮. জাতিসংঘের বর্তমান মহাসচিব—
ক. কফি আনান খ. বান কি মুন
গ. হামারশোল্ড ঘ. ট্রিগভেলি
২৯. বান কি মুন কোন দেশের নাগরিক?
ক. দক্ষিণ কোরিয়ার খ. ঘানার
গ. নরওয়ের ঘ. ব্রিটেনের
৩০. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
ক. ১৯৭০ সালে খ. ১৯৭১ সালে
গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭৪ সালে
৩১. জাতিসংঘের পতাকার রং—
ক. হালকা নীল খ. সাদা
গ. হালকা বেগুনি ঘ. হালকা সবুজ
৩২. জলপাই পাতা কিসের প্রতীক?
ক. মানবতার প্রতীক খ. শান্তির প্রতীক
গ. সংঘাতের প্রতীক ঘ. সমঝোতার প্রতীক
৩৩. সব সদস্যরাষ্ট্রই জাতিসংঘের কোন পরিষদের সদস্য?
ক. সাধারণ পরিষদ খ. নিরাপত্তা পরিষদ
গ. অছি পরিষদ ঘ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
৩৪. সাধারণ পরিষদের প্রতিটি সদস্যরাষ্ট্রের কতটি ভোট রয়েছে?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
৩৫. সাধারণত বছরে কতবার সাধারণ পরিষদের অধিবেশন বসে?
ক. চারবার খ. তিনবার গ. দুবার ঘ. একবার
৩৬. সাধারণ পরিষদের কাজ—
i. শান্তি-সম্পর্কিত বিষয় নিয়ে
ii. নিরাপত্তা-সম্পর্কিত বিষয় নিয়ে
iii. মানবাধিকার-সম্পর্কিত বিষয় নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i, ii ও iii ঘ. iii
৩৭. নিরাপত্তা পরিষদের মোট সদস্যসংখ্যা কতটি?
ক. ৫টি খ. ১০টি গ. ১৫টি ঘ. ৫৪টি
৩৮. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কতটি?
ক. ৫টি খ. ১০টি গ. ১১টি ঘ. ১৫টি
৩৯. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কতটি?
ক. ৫টি খ. ১০টি গ. ১১টি ঘ. ১৫টি
৪০. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য—
i. রাশিয়া
ii. যুক্তরাজ্য
iii. গণচীন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i, ii ও iii ঘ. iii
৪১. কতজন বিচারক নিয়ে আন্তর্জাতিক আদালত গঠিত?
ক. ১০ জন খ. ১১ জন গ. ১২ জন ঘ. ১৫ জন
৪২. আন্তর্জাতিক আদালত নিচের কোন শহরটিতে অবস্থিত?
ক. জেনেভা খ. হেগ গ. রোম ঘ. নিউইয়র্ক
৪৩. জাতিসংঘের মহাসচিবের মেয়াদ কত বছর?
ক. ৩ বছর খ. ৪ বছর গ. ৫ বছর ঘ. ৬ বছর
৪৪. বিশ্বশান্তির প্রধান প্রতিবন্ধক—
ক. শান্তিচুক্তি খ. শিক্ষার উন্নয়ন
গ. যুদ্ধ-সংঘাত ঘ. খাদ্যঘাটতি
৪৫. ‘ইউনেসকো’ কাজ করে—
ক. শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়নের জন্য
খ. শিশুদের কল্যাণের জন্য
গ. খাদ্য ও কৃষির উন্নতির জন্য
ঘ. স্বাস্থ্যব্যবস্থার উন্নতির জন্য
৪৬. ‘ইউনিসেফ’ কাজ করে—
ক. শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়নের জন্য
খ. শিশুদের কল্যাণের জন্য
গ. খাদ্য ও কৃষির উন্নতির জন্য
ঘ. স্বাস্থ্যব্যবস্থার উন্নতির জন্য
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-১৩
২৩. গ ২৪. গ ২৫. ঘ ২৬. ঘ ২৭. গ ২৮. খ ২৯. ক ৩০. ঘ ৩১. ক ৩২. খ ৩৩. ক ৩৪. ক ৩৫. ঘ ৩৬. গ ৩৭. গ ৩৮. ক ৩৯. খ ৪০. গ ৪১. ঘ ৪২. খ ৪৩. গ ৪৪. গ ৪৫. ক ৪৬. খ

No comments

Post a Comment