Friday, 10 June 2016

এস. এস.সি পরীক্ষা-2016 এর ফলাফল দেখুন সবার আগে

এস. এস. সি পরীক্ষার্থী-2016 কেমন আছো সবাই নিশ্চয় ভালো। তোমাদের পরীক্ষার ফলাফল দেখার জন্য ওয়েব সাইটটি দিয়ে রাখলাম সবই সংগ্রহ করে রাখ ভবিষ্য... thumbnail 1 summary
এস. এস. সি পরীক্ষার্থী-2016 কেমন আছো সবাই নিশ্চয় ভালো। তোমাদের পরীক্ষার ফলাফল দেখার জন্য ওয়েব সাইটটি দিয়ে রাখলাম সবই সংগ্রহ করে রাখ ভবিষ্যতে কাজে আসবে। তবে ফলাফল যাই হোক না কেন, মন খারাপ করবে না। সাহস রেখে সামনে এগিয়ে যাও জয় তোমারই হবেই হবে ইনশাআল্লাহ।
অন্য সব বন্ধুদের ফলাফল খারাপ হলে অবশ্যই তাকে বুঝাবে। ফলাফল আগামীতে অবশ্যই ভাল হবে। তবে আগের চেয়ে অনেক ভাল করে পড়তে হবে।


No comments

Post a Comment